আমাদের মানুষদের কোনদিন কি সঠিক জ্ঞান হবেনা? আমরা কি আল্লাহর সাথে যুদ্ধ করার প্রস্তুতি নিচ্ছি? সবার মুখে এসব কি কথা শুনি? কেউ কি সত্য বলবেনা? কেউ কি আল্লাহর প্রতি ঈমান আনবেনা? কেউ কি যানেনা যে মৃত্যু সবার জন্যই নির্ধারিত? আমরা কেউ কি আল্লাহর এই দুনিয়া থেকে পালিয়ে যেতে পারবো? না কেউ আল্লাহর গজব থেকে বাঁছতে পারবো যতক্ষন পর্যন্ত আল্লাহ তায়ালা আমাদের বাঁছিয়ে না দেন?? দয়াকরে সবাই আল্লাহর প্রতি ভরসা রাখুন, একমাত্র আল্লাহকেই ভয় করুন, আর বেশিবেশি করে আল্লাহর কাছে তওবা করুন, যে দুনিয়ায় যতক্ষন থাকি ততক্ষন যেন আল্লাহর ইবাদত করতে পারি, সমস্ত খারাপ কাজ থেকে নিজেকে হেফাজত করতে পারি এবং ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারি।।
#saifulsoft #bquran #bquranco #bquranbd
0 Response to "আমার চিন্তা ভাবনা"
Post a Comment