👉আল্লাহ্ তায়ালা পবিত্র কোরআনে বলেছেন, আমরা নিজেরাই নিজেদের উপর সাক্ষী হয়ে থাকবো,
👉আমরা কেউ কি কখনো একথা ভেবে দেখেছি কথাটা কতোটা সত্য?
👉নিশ্চই কেউ ভেবে দেখেননি?
👉সত্য কথা হচ্ছে আমরা বলি এই দুনিয়ায় থাকবোই বা কয়দিন, যে কয়দিন বাঁচি হেঁসেখেলে জীবন কাটালেই হলো,
👉একবার হলেও আমাদের সৃষ্টীকর্তার কথা ভাবুন।
👉তিনি আমাদের যেকোন উদ্যেশ্য নিয়েই এই দুনিয়ায় পাঠিয়েছেন।
👉একবার ভাবুন আমরা ক্যামেরা দ্বারা ফটো তুলে থাকি, আমাদের চোখ দুটো কি ক্যামেরার চেয়ে কম?
👉আমরা মেমোরি কার্ডে সবকিছু সেভ করে রাখি, একবার ভাবুনতো আপনার মগজ টা কি মেমোরির চেয়ে কম কাজ করে?
👉এটাই হচ্ছে আল্লাহ্র কথার প্রমান, আপনি যা কিছুই চোখে দেখেন তাই আপনার মেমোরিতে সেভ হয়ে যাচ্ছে অটোমেটিক, দয়াকরে সবাই খারাপ জিনিস দেখা থেকে নিজের চোখকে হেফাজত করুন, খারাপ কথা শুনা থেকে নিজের কানকে বিরত রাখুন,
-----------------------------------
আল্লাহু তায়ালা সবাইকে সঠিক জ্ঞ্বান দান করুক।
-----------------------------------
আরো একটি কথা বলতে চাই,
👉এইযে আমারা জীবন্ত পশুপাখি জবাই করে খাই, এর দ্বারা আল্লাহ্ তায়ালা আমাদের শিক্ষা দেওয়ার জন্যেই এগুলো হালাল করেছেন আমাদের জন্য,
👉একবার ভাবুন যদি আপনাকেও এমনি ভাবে জীবন্ত জবাই করে খাওয়া হতো আপনার কাছে কেমন লাগতো, (আল্লাহ্কে ভয় করুন, আর সমস্ত খারাপ কাজ থেকে নিজেকে হেফাজত করুন।) অবশ্যই আল্লাহর শুকরিয়া আদায় করুন, ধন্যবাদ...
#saifulsoft #bquran #bquranco #bquranbd
0 Response to "আমার চিন্তা ভাবনা"
Post a Comment