আমার চিন্তা ভাবনা

 ব্যাখ্যা সহ

আমি মোঃ সাইফুল ইসলাম
আমি চিন্তা করে মানুষদের এই ভাগগুলো পেয়েছি, এটি আমি নিজ থেকেই বলছি, আমাকে এগুলো কেউই বলেনি, অথবা আমি কোন বই থেকেও পড়িনি (পবিত্র কোরআন শরিফের বাংলা তর্জুমা শুনে উত্তর বের করেছি).
আশাকরি আমার বলা কথাগুলো চিন্তা গবেষণা করে দেখবেন। ভুল কিছু বলে থাকলে জানিয়ে দিবেন।

আল্লাহ তায়ালা মানুষদের তিন ভাগে ভাগ করে দুনিয়ায় পাঠিয়েছেন,
প্রথম ভাগ. কিছু মানুষ বিনা হিসাবে জান্নাত যাবে।(জান্নাত হল স্বর্গ)
দ্বিতীয় ভাগ. কিছু মানুষ জাহান্নাম থেকে জান্নাতে যাবে।(জাহান্নাম হল নরক)
তৃতীয় ভাগ. কিছু মানুষ বিনা হিসাবেই জাহান্নামে যাবে।

(প্রত্যেক মানুষের হিসাব হবেই, কিন্তু কিছু কিছু মানুষের হিসাব আল্লাহ তায়ালা আগেই হিসাব করে রেখেছেন)

আল্লাহ তায়ালা আমাদের সবাইকে এই তিনটি ভাগেই ভাগ করে দুনিয়ায় পাঠিয়েছেন।
আমরা চাইলে সবাই আল্লাহর দেখানো পথে আসতে পারি।
এজন্যই আল্লাহ তায়ালা আমাদের বলে দিয়েছেন আমরা যেন আল্লাহর  সৃষ্টি সম্মন্ধে চিন্তা গবেষণা করি, এতে করেই আমরা আল্লাহ তায়ালাকে পরিপূর্ণভাবে চিনতে পারবো, এবং আল্লাহর ডাকে সাড়া দিতে পারবো। অতএব আমরা সবাই আল্লাহর দিকে ফিরে আসার চেষ্টা করি।

আমার দেওয়া ব্যাখ্যা গুলো হলো এই,

(১) প্রথম ভাগের লোকগুলো হচ্ছে আল্লাহর প্রেরিত নবীরাসুল, এবং রাসুলদের সাহাবাগন, তাছাড়াও যারা পরিপূর্ণ ভাবে আল্লাহর দেখানো জীবনবিধান মেনে চলেন। এই লোকগুলোর কোন ভয় নেই সেদিন। এরা সবসময়ই আল্লাহর সন্তুষ্টি লাভ করেন।

(২) দ্বিতীয় ভাগের লোক গুলো সত্য এবং মিথ্যার মধ্যে জড়িয়ে আছে, এরা আল্লাহর ইবাদত করে এবং মাঝেমধ্যে সয়তানের দেখানো পথে চলে যায়। অতপর এরা পুনরায় আল্লাহর দেখানো পথেই ফিরে আসে।

(৩) তৃতিয় ভাগের লোকেরা হচ্ছে ফেরাউনের জাতির মত কিছু জাতি এবং তাদের দলবলেরা, তাছাড়া যারা আল্লাহর বিরোধিতা করে, এবং আল্লাহর সাথে শিরক্ করে। এবং এরা কখনোই আল্লাহর দেখানো পথে ফিরে আসেনা।

(শিরক হল সৃষ্টিকর্তা বত্যিত অন্য কিছুর ইবাদত করা বা সৃষ্টিকর্তার সাথে কোন কিছুকে সৃষ্টিকর্তার সমতুল্য করাকেই শিরক বলা হয়)
#saifulsoft #bquran #bquranco #bquranbd

0 Response to "আমার চিন্তা ভাবনা"

Post a Comment