দেশের এই আইনি ব্যবস্থা দেখে আমি অবাক হলাম, কিন্তু খুশি হতে পারিনি। যদি এমন করে প্রত্যেক দেশের সরকার আল্লাহর (সৃষ্টীকর্তার) হুকুম পালনেন জন্যে আইনি ব্যবস্থা নিতো তাহলেই আমি খুশি হতাম। কেন জানি আমার মনে হচ্ছে এটাই হচ্ছে আল্লাহর ইচ্ছা, আল্লাহর ইচ্ছা বললে ভুল হবে, হয়তো এটাই আমাদের ইচ্ছা(আল্লাহ তায়ালা পবিত্র কোরআনে বলেছেন আমারা আল্লাহর কাছে যা চাইবো তিনি আমাদেরকে তা-ই দান করবেন)। এর দ্বারা আল্লাহ তায়ালা আল্লাহর প্রকৃত বান্দাদের পরিক্ষা নিচ্ছেন।
দয়াকরে সাবধানে থাকুন ⚠ মুখে বলা কথাগুলো কাজে পরিণত করুন...
আল্লাহ তায়ালা এভাবেই সমস্ত মানব জাতির পরিক্ষা নিচ্ছেন... সত্যিই আমরা ভীষণ ভয়ংকর সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। দয়াকরে সৃষ্টীকর্তার পথে ফিরে আসুন।
#saifulsoft #bquran #bquranco #bquranbd
0 Response to "আমার চিন্তা ভাবনা"
Post a Comment