আমার চিন্তা ভাবনা

 আমি চিন্তা গবেষনা করে দেখলাম আল্লাহ তায়ালা প্রত্যেক মানুষকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত পরিচালনা করেন। তারপর তিনি প্রত্যেককে নিজের উপরে ছেড়ে দেন। সেই নির্দিষ্ট সময়ের মধ্যেই মানুষদের তিনি ভালো মন্দ জানার এবং চেনার জ্ঞান দান করেন।  এবং সেই নির্দিষ্ট সময়ের মধ্যে করা অপরাধগুলো আল্লাহ তায়ালা  ক্ষমা করে দিবেন। কিন্তু সঠিক জ্ঞান আসার পরেও কেউ যদি অপরাধ করে সেটা ক্ষমা করা হবেনা (তবে আল্লাহ তায়ালা কুরআনে বলেছেন তিনি যাকে খুশি ক্ষমা করে দিবেন) সবাইকে নয়, তবে কেউ যদি নিজের ভুল বুঝতে পেরে আল্লাহর কাছে তওবা করে অপরাধ থেকে ফিরে আসে, তাহলে আল্লাহ তায়ালা চাইলে তা ক্ষমা করে দিতে পারেন।

#saifulsoft #bquran #bquranco #bquranbd

0 Response to "আমার চিন্তা ভাবনা"

Post a Comment