আমার চিন্তা ভাবনা

 

আমি হিসাব করে দেখলাম যারা করোনার ভয়ে মাস্ক পরে শুধুমাত্র তারাই মরে যাচ্ছে। আমার জানামতে এখনো পর্যন্ত মাস্ক অপরিহিত কোন লোক মরেনি। যারা মরেছে তারা সবাইই মাস্ক পরতো। তাছাড়া কিছু লোক আছে যারা প্রশাসনের ভয়ে মাস্ক পরে, কিন্তু করোনাকে ভয় করে মাস্ক পরছেনা তারা। আমার মতে করোনাকে ভয় না করে আল্লাহকে ভয় করা উছিত, এ যুদ্ধে যারা মরার তারা অবশ্যই মরবে। যাদেরকে আল্লাহ বাঁছিয়ে রাখবেন শুধুমাত্র তারাই বেঁছে থাকবে। প্রশাসনের এই কড়াকড়ি আইন আমার ভালো লাগেনি। বিনা কারনে নির্দোষ মানুষদের তারা মারছে, আমার মতে যার বেঁছে থাকার ইচ্ছা সে মাস্ক পরবে, যার মরার ইচ্ছা সে মাস্ক পরবেনা। তাতে সরকারের এতো উত্তেজিত হওয়ার কিছুই নাই। সরকার নিজে বাঁছার জন্যে চেষ্টা করুক, প্রশাসনের লোকেরা নিজেরা বাঁছার জন্যে চেষ্টা করুক। সরকার সাধারণ জনগনের জন্যে কি করতে পেরেছে? সরকারে কাছে কি পেয়েছে সাধারণ জনগন?? সৃষ্টীকর্তার দেওয়া আদেশ নিষেধ সম্পর্কে জনগনদের জানানোর কি ব্যাবস্থা নিয়েছে সরকার (এই একটি ভুলের কারনেই সমস্ত মানব জাতি ভুলের মধ্যে দিয়ে জীবন পরিচালনা করে যাচ্ছে)।।

#saifulsoft #bquran #bquranco #bquranbd

0 Response to "আমার চিন্তা ভাবনা"

Post a Comment