👉এদেশের মানুষ ঘরে বসে ইন্টারনেটের মাধ্যমে কেনাকাটা করতে চায়। (ধোঁকা খাওয়ার ইচ্ছা থাকলে আপনিও চাইতে পারেন এটি)
👉এদেশের মানুষ অনলাইনে পড়ালেখা করতে চায়। (মূর্খ থাকতে চাইলে আপনিও পড়তে পারেন অনলাইনে)
👉এদেশের মানুষ খেটে খাওয়া ছেড়ে দিয়েছে প্রায়। (খেটে খাওয়া লোকগুলো আর খাটতে চায়না তারা সবাই অনলাইনে ইনকাম করে খেতে চায়)
👉এদেশের মানুষ সৃষ্টিকর্তার দেওয়া নেয়ামত ফেলে দিতে চায়।(চাষাবাদ ছেড়ে দিতে চায় চাষী, মা সন্তানের যত্ন নেওয়া ছেড়ে দিয়েছে প্রায়, ইন্টারনেট নিয়ে পড়ে থাকতে চায় সবাই)
👉এদেশের মানুষ ঘরে শুয়ে থেকে ইনকাম করতে চায়। (সিসি ক্যামেরার মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠান দেখে দেখে)(কেউ কেউতো আবার অন্যের হক মেরে খাচ্ছে শ্রমিকের মুল্য দেয়না)(কেউ কেউতো আবার অন্যের বেতনও মেরে খাচ্ছে)
👉এদেশ কিভাবে উন্নত হবে সবার শুধু একটাই চিন্তা.(কিন্তু আমরা কেউই সৎ পথে চলিনা, সঠিক কাজটি করিনা এজন্যই আমরা সবাই অলস হয়ে যাচ্ছি দিনেদিনে, তাইতো আমরা ইন্টারনেটকে এতো ভালোবাসি, যেদিন ডাটাবেস নষ্ট হবে সেদিনি বুঝতে পারবে ইন্টারনেট আমাদেরকে কি দিয়ে গেছে.
👉সৃষ্টিকর্তাকে ভাবার মত সময় কারোর হাতেই নেই।
দুর্ভাগ্য আমাদের সকলের,
পৃথীবিতে কিছুতো একটা খারাপ হতে চলেছে।
ভবিষ্যৎ প্রজন্ম কেমন থাকবে একমাত্র সৃষ্টিকর্তাই ভালো জানেন
@SaifulSoft
#Bquran #SaifulSoft #SBeleBD #বাংলাদেশ #Bangladesh #শেখহাসিনা
0 Response to "আমার চিন্তা ভাবনা"
Post a Comment