আমার চিন্তা ভাবনা

মুরুব্বিদের মুখে শুনেছিলাম রাসুল (সঃ) বলেছেন কেয়ামতের আগে কোরআনের হরফ মুছে যাবে,

রাসুল (সঃ) এর এই কথা অনুযায়ী সবকিছুই স্পষ্ট হয়ে যাচ্ছে যে সমস্ত বইপত্র ইন্টারনেটে চলে আসবে, তখন পবিত্র কোরআন শরিফ ইন্টারনেটেই থাকবে কিন্তু পুস্তকে পাওয়া যাবেনা, অনলাইন কপি বিক্রয় করা হবে, এইবার ভাবুন পুস্তক যদি না থাকে এবং ডাটাবেইজ নষ্ট হয় তখন কি পবিত্র কোরআন থাকবে? তাহলে ভাবুন রসুল (সঃ) ১৪৪৩-১৪৬৭ বছর আগে বলেছেন এখন তা চলে এসেছে. সৃষ্টিকর্তাই ভালো জানেন আমিতো কেবল অনুমান করছি. তাছাড়া অনুমান করছি ১৫০০ হিজরির ভিতরে অনেক খারাপ কিছু ঘটতে চলেছে। দয়াকরে সবাই সাবধান হন।

@SaifulSoft

#Bquran #SaifulSoft #SBeleBD
#Bangladesh

0 Response to "আমার চিন্তা ভাবনা"

Post a Comment