শিক্ষার তিনটি স্তর

কোন এক লেখক নাকি লিখেছিলেন শিক্ষার তিনটি স্তর আছে. শিক্ষার প্রথম স্তর, শিক্ষার দ্বিতীয় স্তর, শিক্ষার তৃতিয় স্তর, তিনি মনেহয় ব্যাখ্যাও দিয়েছিলেন এই কথাটির, যাইহোক কথাটি আমি শুনেছিলাম আমার অফিসের ম্যানেজার আহাদ সাহেব এর মুখে, তবে আমিও কিছু ব্যাখ্যা দিয়েছিলাম তখন। 👉 শিক্ষার প্রথম স্তরটি হলো মানুষের তৈরি বই পুস্তকের দেওয়া শিক্ষা. (এই শিক্ষায় শিক্ষিত হয়ে কয়েক রকমের মানুষ তৈরি হয়) 👉শিক্ষার দ্বিতীয় স্তর হলো জীবন চলার পথে হোঁচট খেয়ে শেখা এবং সঠিক সিদ্ধান্ত নেওয়া. (এই শিক্ষায় শিক্ষিত হয়েও কয়েক রকমের মানুষ তৈরি হয় পুর্বের চেয়ে অনেকটা কঠিন হয় এবং অনেকেই ভুল সিদ্ধান্তে পৌঁছায়) 👉শিক্ষার তৃতিয় অর্থাৎ শেষ স্তরটি হলো সৃষ্টিকর্তার সৃষ্টি সম্পর্কে সঠিক শিক্ষা নেওয়া. অর্থাৎ পবিত্র কুরআন শরীফ এর শিক্ষা গ্রহন করুন মাতৃ ভাষায়।(এই তিনটি শিক্ষা যারা পরিপূর্ণভাবে শিখতে পারবেন এবং নিজেদের জীবনে তা ব্যবহার করতে পারবেন তাদের কোন চিন্তা নেই সেদিন ) 👉নিসন্দেহে আল্লাহ তায়ালাই হচ্ছেন সর্বশ্রেষ্ঠ বিচারক।

0 Response to "শিক্ষার তিনটি স্তর"

Post a Comment