আমার কিছু গবেষণা

প্রত্যেক মানুষেরই ভালো একটা মন থাকে, ভালো কাজ করার ইচ্ছা থাকে একটা সময়. (তখন চাইলেও কেউ ভালো কিছু করতে পারেনা, কারন তখন আল্লাহ তায়ালা প্রত্যেক মানুষের পরিক্ষা নেন তার চিন্তাভাবনার মাধ্যমে, ভালো কাজগুলো সম্পন্ন করতে গেলে সামর্থ্য থাকা লাগে, তখন কারোর সামর্থ থাকেনা কিছু করার, কারন তখন আল্লাহর হাতে থাকে সবকিছু, যখন মানুষ কষ্টের সময়ের মধ্যে দিয়ে সময় কাটায় তখন অন্যের কষ্ট অনুভব করতে পারে, এবং আল্লাহর কাছে চাইতে থাকে নিজে ভালো থাকতে এবং সবার ভালো করতে, একসময় আল্লাহ তায়ালা মানুষের কষ্ট দূর করে দেন, এবং চাওয়া অনুযায়ী ব্যবস্থা করে দেন, কিন্তু তখন মানুষ পূর্বের কষ্টের কথা ভুলে গিয়ে অহংকার করতে থাকে, আর এভাবেই মানুষ দুনিয়ার মোহে পড়ে আল্লাহ তায়ালাকে দেওয়া কথা ভুলে যায়, ভালো কাজগুলো করাতো দূরের কথা ভাবনাটাই পরিবর্তন করে ফেলে, আর এ লোকগুলোই হচ্ছে জাহান্নামি) আসুন আমরা সকলে মিলে সৃষ্টিকর্তাকে দেওয়া কথাগুলো সঠিকভাবে পালন করে নিজেদের জীবন সুন্দর করি এবং দুনিয়া ও আখিরাতের জন্যে ভালোকিছু উপার্জন করি। ভালো কাজগুলো করতে চাইলে এবং আল্লাহর সন্তুষ্টি লাভ করতে চাইলে কাজগুলো সঠিকভাবে করুন... 👉যত্ন নিন নিজের, সৃষ্টিকর্তার হুকুম পালন করুন। 👉নিজের এবং পরিবারের সকলের যত্ন নিন। 👉আত্নীয় স্বজন এবং পাড়া-প্রতিবেশীদের যন্ত নিন।

0 Response to "আমার কিছু গবেষণা"

Post a Comment