ঘুমের ঘোরে মানুষ অন্ধকারে চারদিকে দৌড়োয়,
ঘুম থেকে জাগ্রত হলেই থমকে দাঁড়ায়।
মনেহয় মানুষ এমন করেই জীবন কাটায়?
(যতক্ষণ মানুষ সৃষ্টিকর্তাকে না চেনে ততক্ষণ পর্যন্ত মানুষ ঘুমের ঘোরেই থাকে.)
(যখনি মানুষ সৃষ্টিকর্তাকে চিনতে পারে তখনি মানুষ থমকে দাঁড়ায়. তখন আর সময় থকবেনা. তখন মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে।)
এজন্য আমাদের সকলের উচিত সৃষ্টিকর্তাকে প্রকৃতভাবে চেনা। @SaifulSoft
#Bquran #SaifulSoft #SBeleBD #বাংলাদেশ #Bangladesh
0 Response to "আমার চিন্তা ভাবনা"
Post a Comment