ভ্যাট + ট্যাক্স + এস,ডি

@মাননীয় প্রধানমন্ত্রী বিনিত নিবেদন এই যে, দেশের বাহিরে থেকে আনা কাচামালের উপর ট্যাক্স + ভ্যাট + এস,ডি নেওয়ার পরেও, বাজার জাত করার পর পুনরায় কেন ট্যাক্স নেওয়া হয়? একটি পন্যের জন্য কেন দুইবার ট্যাক্স নেওয়া হবে? এই ট্যাক্স + ভ্যাট + এস,ডি কি সরকারি ফান্ডে জমা হয়? আপনি কেন সাধারণ শ্রমিকদের সাথে জুলুম করছেন এ কাজটির মাধ্যমে? আপনি যদি শুধুমাত্র কাচামালের উপর ভ্যাট নিতেন তাহলে সাধারণ শ্রমিকরা কিছু সেলারি বেশি পেতো, তাতে তাদের কিছুটা উপকার হতো, দয়াকরে এগুলো ভালোভাবে লক্ষকরুন, আজ বিদেশি ভাইদের অবস্থা এতোটা ভালো নয়, সেখানেও দালালদের চক্র, আপনার কর্মকর্তারা কি এসব চোখে দেখেনা? নাকি আপনি চোখে দেখেননা? সাধারণ জনগনকে কেন এতো বিপদের মুখোমুখি ফেলছেন আপনি? দেশের কোম্পানিগুলোর ক্ষতি আপনার কর্মকর্তারা করছে, দেশের সাধারণ শ্রমিকদের ক্ষতি আপনার কর্মকর্তারা করছে, এরজন্যে কি আপনাদের ভিবেকে প্রশ্ন জাগেনা? দয়াকরুন শ্রমিক ভাই-বোনদের প্রতি। সামান্য সেলারি দিয়ে নিজেই ঠিকমত চলতে পারেনা, কি করে সংসার চালায় বলুন? @SaifulSoft #SaifulSoft #SheikhHasina #Bangladesh #somoytv #sbelebd #bquran #বাংলাদেশ #RTV #শেখহাসিনা #BTV #SheikhMujib

0 Response to "ভ্যাট + ট্যাক্স + এস,ডি"

Post a Comment